

ফাইল ছবি
করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে দেশের সব জেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হবে।
সোমবার (২৩ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এমন ঘোষণা দেন। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সহায়তা করবে সশস্ত্র বাহিনী।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক আবদুল্লাহ ইবনে জায়েদ জানান, “ইন এইড টু সিভিল পাওয়ার” অনুযায়ী দেশের সকল জেলা ও উপজেলায় সশস্ত্র বাহিনী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে।