

জব্দ করা ৪০ বোতল ফেনসিডিল। ছবি: ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর
ঈশ্বরদীতে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া থেকে ওই ব্যক্তিকে আটক করেন। আটক ব্যক্তির নাম আমজাদ শেখ ওরফে দবির শেখ (৫০)। সে আশুলিয়ার পূর্ব দেন্দাবর পল্লী বিদ্যুত্ এলাকার মৃত সেকেন্দার শেখের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, গোপন সূত্রে এ খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা আরামবাড়িয়া এলাকায় সামনে অবস্থান নেন। সকাল ৯টায় ওই এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় একটি সিএনজিটি তল্লাশি করে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। এ সময় সিএনজি যাত্রী আমজাদকে গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমজাদ জানান, সে উত্তারঞ্চলের বিভিন্ন স্থান থেকে পাইকারি ভাবে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকায় খুচরা ভাবে বিক্রি করতেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলাম জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।