ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ে আলায়নার একটি ছবিতে কিছু বাজে মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানানোর পাশাপাশি ওই মন্তব্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে প্রায় সর্বস্তর থেকে।
এরইমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম বিভাগ জানিয়েছে, ছবিটিতে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে।
শুক্রবার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানায় ডিএমপির সাইবার ক্রাইম বিভাগের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বাংলাদেশ এর গর্ব সাকিব আল হাসান এর পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি…
Posted by Cyber Crime Investigation Division, CTTC, DMP on Friday, August 21, 2020
ওই পোস্টে বলা হয়েছে, “বাংলাদেশের গর্ব সাকিব আল হাসানের পরিবারের শিশু সদস্যকে নিয়ে কিছু বিকৃত মানসিকতার লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করছেন, যা শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি আমাদের নজরে এসেছে এবং অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার বিষয়টি প্রক্রিয়াধীন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শিষ্টাচার বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।”