

মুগদা জেনারেল হাসপাতাল।ছবি সংগৃহীত: ঈশ্বরদীনিউজ টুয়েন্টিফোর
চিকিৎসকদের জন্য সরবরাহ করা “এন-৯৫” মাস্ক মানসম্মত নয় দাবি করা রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ড. শহিদ মোহাম্মদ সাদিকুল ইসলামকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ড. সাদিকুল নিজে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “বুধবার আমি ওএসডি অর্ডারটি পেয়েছি। এই মুহূর্তে আমাকে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদানের জন্য বলা হয়েছে।”
এদিকে, ভারপ্রাপ্ত পরিচালক হাসপাতালে ড. সাদিকুলের স্থলাভিষিক্ত হয়েছেন মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ ড. শাহ গোলাম তুহিন।
প্রসঙ্গত, বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসকদের জন্য এন-৯৫ মাস্কের পরিবর্তে নিম্নমানের মাস্ক সরবরাহ করা হচ্ছে, গত ৩০ মার্চ এমন দাবি করে মুগদা জেনারেল হাসপাতাল। এরপরেই বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা।
যার পরিপ্রেক্ষিতে এক ভিডিও কনফারেন্সে হাসপাতালগুলোতে সঠিক মানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে কি না তা তদন্ত করতে স্বাস্থ্য অধিদপ্তর ও সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশ দেন।
অভিযোগ খতিয়ে দেখতে গত ২০ এপ্রিল তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।
কমিটির প্রধান ছিলেন- স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. সাইদুর রহমান। সদস্য ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিনুর রহমান ও মন্ত্রণালয়ের সহকারী সচিব হাসান মাহমুদ।
তিন দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।