

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও তার স্ত্রী রেবেকা সুলতানা সাজু। ছবি সংগৃহীত: ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর স্ত্রী রেবেকা সুলতানা সাজু (৫২)।
বিষয়টি নিশ্চিত করেন এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতি।
তিনি বলেন, “গত ১৩ এপ্রিল কুর্মিটোলা হাসপাতালে আমার আম্মুর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস শনাক্ত করা হয়। পরে আমার আর আব্বুর (এমপি) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। আমাদের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমার আম্মু শিগগিরই সুস্থ হয়ে বাসায় ফিরবেন বলে আশা করছি।”
চৈতি আরও বলেন, “আব্বু সার্বক্ষণিক হাসপাতালে আম্মুর পাশে রয়েছেন। আম্মু আগের চেয়ে অনেকটা সুস্থ আছেন। সবাই দোয়া করবেন তিনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারেন।”