

লক ডাউন। ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে শরীয়তপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ২টায় জেলা প্রশাসক কাজী আবু তাহের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ লকডাউন জারি করা হয়। সন্ধ্যা ৬টা থেকে এ লকডাউন কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে গঠিত শরীয়তপুর জেলা কমিটির সভায় সিদ্ধান্তের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধে শরীয়তপুর জেলাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলো। অবরুদ্ধকালীন সময়ে জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে বা অন্য কোনো জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য কোথাও গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা থাকবে।
সব ধরণের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে জরুরি পরিসেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, নিত্যপ্রয়োsssজনীয় খাদ্যদ্রব্য সরঞ্জাম সংগ্রহ ও পরিবহন ইত্যাদির আওতাবহির্ভূত থাকবে।
জাতীয় ও আঞ্চলিক মহাসড়কযোগে শরীয়তপুর জেলার উপর দিয়ে অন্য জেলার আন্তঃযোগাযোগ এর আওতা বহির্ভূত থাকবে। জেলা ও উপজেলার যেকোন সীমানা দিয়ে এ জেলায় যানবাহন প্রবেশ ও জেলা হতে প্রস্থান বন্ধ থাকবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অদ্য ১৫ এপ্রিল বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।