

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সোমবার মধ্যরাতে ওই নারীকে বনে ফেলে রেখে পালিয়ে যায় স্বামী ও সন্তানরা
করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে টাঙ্গাইলের সখীপুরের বনের ভেতর স্বামী-সন্তানদের রেখে যাওয়া সেই নারী করোনাভাইরাসে আক্রান্ত নন।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বনের ভেতর থেকে উদ্ধার করা নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পরীক্ষা করা হয়েছে। তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
প্রসঙ্গত, করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সোমবার মধ্যরাতে উপজেলার ইছাদিঘী গ্রামের একটি বনে ওই নারীকে ফেলে রেখে পালিয়ে যায় তার স্বামী ও সন্তানরা। ওই রাতেই স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা। সেখানে কালক্ষেপণ না করে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।