

ছবি: ঈশ্বরদীনিউজটুয়েন্টিফোর.নেট গ্রাফিক্স টিম
রাজশাহীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই রোগীর বাড়ি জেলার পুঠিয়া উপজেলায়। তিনি কয়েক দিন আগে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফিরেছেন। রাজশাহীর সিভিল সার্জন মো. এনামুল হক রোববার (১২ এপ্রিল) রাত আটটার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
পরীক্ষার জন্য শনিবার তাঁর নমুনা সংগ্রহ করা হয়। আজ রাজশাহীর ল্যাবে পরীক্ষায় তাঁর শরীরে করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে।
এদিকে স্থানীয় প্রশাসন ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করেছে। পাশাপাশি এলাকায় মাইকিং করে সবাইকে বাড়ি থেকে বের না হওয়ার জন্য নির্দেশ দিয়েছে।
সিভিল সার্জন এনামুল হক জানান, রাজশাহীতে এই প্রথম একজন করোনা পজিটিভ রোগী পাওয়া গেল। পুঠিয়া থেকে এর আগে কোনো রোগীর নমুনা পরীক্ষা করা হয়নি। এ জন্য তাঁরা ঘোষণা দিয়েছিলেন, যাঁরা ঢাকা থেকে বা বাইরে থেকে বাসায় ফিরেছেন, তাঁদের নমুনা পরীক্ষা করাবেন। তারই ধারাবাহিকতায় এই রোগীর নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরীক্ষায় ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।