

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
কর্তৃপক্ষকে না জানিয়ে ডিউটি ছেড়ে বাড়িতে অবস্থান করছেন মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামসুল আরেফিন।
বৃহস্পতিবার থেকে বিনা অনুমতিতে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। অপরদিকে চাকরি করবেন না বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ২৬ মার্চ থেকে ডা. সামসুল আরেফিন কর্মস্থলে অনুপস্থিত। বিষয়টি নিয়ে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন।
এ বিষয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রিয়াজুল আলম বলেন, ডা. সামসুল আরেফিন ছুটি ছাড়া বাড়িতে অবস্থান করছেন। মৌখিক ও লিখিত কোনোভাবেই তিনি বিষয়টি আমাদের অবহিত করেননি। এই দুর্যোগকালীন তার অনুপস্থিতি চিকিৎসকদের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে অফিসিয়াল ব্যবস্থা নেয়া হচ্ছে।
বাড়িতে থাকার বিষয়টি স্বীকার করে ডা. সামসুল আরেফিন বলেন, আমি ছোটবেলা থেকে রোগে ভুগছি। ডিউটি করতে আর ভালো লাগে না। তাই চাকরি ছেড়ে দিব বলে কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি।