

গ্যাস কূপ (ছবি : সংগৃহীত)
কুমিল্লায় নতুন একটি গ্যাস কূপের সন্ধান পাওয়া গেছে। জেলার শ্রীকাইলে নতুন এ গ্যাস কূপের সন্ধান পায় রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমকে নতুন গ্যাস কুপের সন্ধান পাওয়ার তথ্যটি নিশ্চিত করে বাপেক্স।
গত বছরের ৬ আগস্ট ৬ শ্রীকাইলে গ্যাস কূপের সন্ধানে অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স। মঙ্গলবার রাত ৮টার দিকে গ্যাস স্তরের ব্যাপারে নিশ্চিত হয় প্রতিষ্ঠানটি।
বাপেক্স জানায়, এই গ্যাস ফিল্ডটি ৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত। এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।
বাপেক্স আরও জানায়, গ্যাস কূপটির কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। ফলে ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করেই এখান থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।