



ঘোতগাড়ী এলাকায় দুপুরে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে শিশু ও নারীসহ আটজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও তিন শিশু রয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার জয়পুরহাট-বগুড়া রোডের বানিয়াপাড়া ঘোতগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জয়পুরহাটের পুলিশ সুপার (এসপি) রশিদুল হাসান বাসসকে এ কথা জানিয়েছেন।
এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের স্থানীয়দের সহায়তায় হাসপতালে নেওয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল থেকে মরদেহগুলো নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘোতগাড়ী এলাকায় দুপুরে যাত্রীবাহি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি যাত্রী নিয়ে বগুড়া থেকে জয়পুরহাটের উদ্দেশে যাচ্ছিল।