অমর একুশে বইমেলা প্রাঙ্গনে সোহরাওয়ার্দী উদ্যানের প্রান্তে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। টাওয়ারটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা একাডেমির বিপনণ বিভাগের পরিচালক ও অমর একুশে বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ।
তিনি বলেন, “সোহরায়ওয়ার্দী উদ্যানের টিএসসি গেটের কাছে থাকা বেসরকারি মোবাইল নেটওয়ার্ক কোম্পানি গ্রামীণফোনের একটি টাওয়ার বিকেল ৪টার দিকে ভেঙে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।”
ড. জালাল আরও বলেন, “বইমেলায় আগত দর্শনার্থীদের নেটওয়ার্ক সেবা দিতে অস্থায়ীভাবে টাওয়ারটি বসানো হয়েছিল। গ্রামীণফোন সেটির মেরামতে কাজ করছে।”