

শেখ ফজলে নুর তাপস। ছবি : সংগৃহীত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে মনোনীত হওয়ায় ঢাকা -১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন তাপসের ব্যক্তিগত সচিব তারেক শিকদার বিষয়টি নিশ্চিত করেন।
প্রসঙ্গত, স্থানীয় সরকার নির্বাচন আইন অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারেন না।
রবিবার দুপুর ১২টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।