নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন তাদের দ্রুত ফেরত পাঠানো না গেলে বাংলাদেশের নিরাপত্তাই বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্" />
Edit
ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর | বাংলা নিউজ পেপার ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর | বাংলা নিউজ পেপার

প্রধান সম্পাদক: আসাদুজ্জামান আসিফ

সম্পাদক: রিয়াদ ইসলাম

কাচারি পাড়া, ঈশ্বরদী- ৬৬২০

info@ishwardinews24.net

Login
মঙ্গলবার, জুন ২৮, ২০২২
ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর | বাংলা নিউজ পেপার ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর | বাংলা নিউজ পেপার
  • প্রচ্ছদ
  • ঈশ্বরদী
  • পাবনা
  • মতামত
  • জীবনযাপন
  • শিক্ষা
  • সব
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • শিল্প ও সাহিত্য
    • রাজনীতি
    • কার্টুন
রাজনীতি

রোহিঙ্গারা ফেরত না গেলে নিরাপত্তা ব্যাহত হওয়ার শঙ্কা: প্রধানমন্ত্রী

Riad Islam জুন ২৬, ২০১৯

AA

 রোহিঙ্গারা ফেরত না গেলে নিরাপত্তা ব্যাহত হওয়ার শঙ্কা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দিলেও এখন তাদের দ্রুত ফেরত পাঠানো না গেলে বাংলাদেশের নিরাপত্তাই বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কা প্রকাশ করে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ার জন্য মিয়ানমারকে দোষারোপও করেন।

প্রধানমন্ত্রী বলেন, “মিয়ানমার কর্তৃপক্ষ কর্তৃক মৌলিক অধিকার বঞ্চিত এই সকল বাস্তুচ্যুত অধিবাসীরা স্বাভাবিকভাবেই অসন্তুষ্টিতে ভুগছে। তাদের রয়েছে অনেক অভাব-অভিযোগ। এদেরকে অতিদ্রুত ফেরত না পাঠালে আমাদের নিরাপত্তা ও স্থিতিশীলতা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমন অভিযান শুরুর পর ২০১৭ সালের অগাস্ট থেকে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। তার আগে গত কয়েক দশকে এসেছে আরও চার লাখ রোহিঙ্গা।

আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চুক্তি করার পর ২০১৮ সালের নভেম্বরে প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েছিল বাংলাদেশ।

কিন্তু মিয়ানমারের পরিস্থিতি নিয়ে রোহিঙ্গাদের মনে আস্থা না ফেরায় এবং তারা ফিরে যেতে রাজি না হওয়ায় সেই পরিকল্পনা অনির্দিষ্টকালের জন্য ঝুলে যায়।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে, রাখাইনে রোহিঙ্গাদের নির্ভয়ে বসবাসের পরিবেশ তৈরি না করার মধ্য দিয়ে প্রত্যাবসনে মিয়ানমারের অনাগ্রহ প্রকাশিত হয়েছে।

সংসদে নূর মোহাম্মদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর কাজে কোনো অগ্রগতি আছে কি না?

জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন।

২০১৭ সালের ২৩ নভেম্বর রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “দু’দেশের সম্মতিক্রমে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর সম্ভ্যাব্য তারিখ হিসেবে ১৫ নভেম্বর ২০১৮ নির্ধারণ করা হয়।

“কিন্তু মিয়ানমারের অভ্যন্তরে সহায়ক পরিবেশ সৃষ্টি না হওয়ায় জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকরা স্বেচ্ছায় ফেরত যেতে রাজি হয়নি।”

মিয়ানমারের তালবাহানার দিকটি দেখিয়ে শেখ হাসিনা বলেন, “রাখাইন রাজ্যে যথাযথ সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহল মিয়ানমারে উপর চাপ অব্যাহত রেখেছে। কিন্ত দুঃখজনক হলেও সত্য যে মিয়ানমার বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং বলছে যে বাংলাদেশের অসহযোগিতার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হচ্ছে।

“আমরা বারবার বিভিন্ন ফোরামে বলেছি যে, এ সকল বাস্তুচ্যুত মিয়ানমার জনগণের ফেরত মিয়ানমার সরকারের উপর বর্তায় এবং তাদেরকেই উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে।”

প্রধানমন্ত্রী বলেন, “বিশ্ব জনমত ও আন্তর্জাতিক সম্প্রদায় অব্যাহতভাবে আমাদের সমর্থন দিয়ে যাচ্ছে। জাতিসংঘ এ বিষয়ে মানবাধিকার কমিশনে একটি রিপোর্ট প্রেরণ করেছে। কিন্তু মিয়ানমার সরকার তাদেরকে এ বিষয়ে কাজ করতে দিচ্ছে না। মিয়ানমারের অসহযোগিতা সত্ত্বেও আমরা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক দুটি পথই খোলা রেখেছি।”

শেয়ার করুন
এই সম্পর্কিত আরও পড়ুন
লিড নিউজ

ঈশ্বরদীর ফাঁকা সড়কে প্রাণ গেল দুজনের

মে ৫, ২০২২

ঈশ্বরদীর ফাঁকা রাস্তায় তরমুজবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর মুন্নার

লিড নিউজ

ইছামতী নদীর সীমানায় থাকা ৪৩ ব্যক্তির অবৈধ স্থাপনা

এপ্রিল ২৪, ২০২২

পাবনার ইছামতী নদীর জায়গা নিজেদের দাবি করে ঢাকার চার নদী নিয়ে ২০০৯ সালে দেওয়া রায় সংশোধন চেয়ে ৪৩ ব্যক্তির করা

লিড নিউজ

পাবনায় অস্ত্র-ইয়াবাসহ আটক আওয়ামী লীগ নেতার ছেলে

এপ্রিল ২৪, ২০২২

পাবনার সুজানগর উপজেলার দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেকের ছেলে শাহরিয়ার অমি ও ভাতিজা নাজিম আহমেদ জয় অস্ত্র

ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর | বাংলা নিউজ পেপার ঈশ্বরদী নিউজ টুয়েন্টিফোর | বাংলা নিউজ পেপার

প্রধান সম্পাদক: আসাদুজ্জামান আসিফ
সম্পাদক: রিয়াদ ইসলাম

যোগাযোগ

কাচারি পাড়া, ঈশ্বরদী- ৬৬২০
ই-মেইল: info@ishwardinews24.net
নিউজের জন্য: ishurdinews24@gmail.com

আমাদের সঙ্গে থাকুন

মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

google-play-download-badge
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩ - ২০২২