

মেহজাবিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বর্তমান সময়ের দর্শক প্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলে বিভিন্নরকম বিষয় আপলোড করে আসছেন দীর্ঘদিন ধরে। তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
তার সেই ইউটিউব চ্যানেলের জন্য ‘সিলভার বাটন’ হাতে পেয়েছেন ‘বড়ছেলে’-খ্যাত এই অভিনেত্রী।
মেহজাবিন বলেন, “এক বছর আগে মজা করতে করতে একটি ভিডিও আপলোড করে খুব ভালো সাড়া পেয়েছিলাম। তারপর থেকে মাঝেমধ্যে ভিডিও শেয়ার করতাম। ‘সিলভার বাটন’-টি একটু দেরিতে পেলাম। অনেক আগেই ১ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে।”
যারা তার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে মেহজাবিন বলেন, “তাদের কারণেই এটা সম্ভব হয়েছে।”
২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ‘মেহজাবিন চৌধুরী’ নামের চ্যানেলটিতে নিয়মিত ভিডিও প্রকাশ করা হচ্ছে। এখন মেহজাবিন ১২টি ভিডিও সবার জন্য উন্মুক্ত রেখেছেন।