প্রখ্যাত অভিনেতা আলী যাকের আর নেই
বাংলাদেশের একজন সুপরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রখ্যাত অভিনেতা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক আলী যাকের আর নেই। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গেছেন।
ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভোর ছয়টা দিকে আলী যাকেরের মৃত্যু হয়।
তিনি ক্যান্সারে ভুগছিলেন বলে জানিয়েছে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ।
১৯৭২ সালে মঞ্চনাটকে আবির্ভাবের মধ্যে দিয়ে আলী যাকের নাট্যাঙ্গনে প্রবেশ করেন।
টেলিভিশন নাটক এবং মঞ্চনাটকে বেশ জনপ্রিয় ছিলেন আলী যাকের। ১৯৮০ এবং ৯০’র দশকে আলী যাকের অভিনীত বেশ কিছু নাটক দর্শকদের মনে স্থান করে নিয়েছিল।
তার অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বহুব্রীহি’ এবং ‘আজ রবিবার’। এছাড়া ‘নদীর নাম মধুমতি’ এবং ‘লালসালু’ সিনেমায় আলী যাকেরের অভিনয় দর্শকদের নজর কেড়েছিল।
শিল্পকলায় অবদানের জন্য বাংলাদেশ সরকার ১৯৯৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।
১৯৪৪ সালের এপ্রিল মাসে আলী যাকেরের জন্ম হয় চট্টগ্রামে।