করোনা আতঙ্কের মধ্যে লোকজনকে বাইরে ঘোরাঘুরি বন্ধ করে বাসায় থাকার আহ্বান করে ঈশ্বরদীতে শহরে মাইকিং করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বুধবার (২৫ মার্চ) দুপুরে শহরের বাজারে মাইকিং করেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শফিকুল ইসলাম শামীম ।
তিনি জানান, সড়কে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে তাকে বাসায় ফেরত যেতে বলছেন। এছাড়া হোম কোয়ারেন্টিনের ব্যবস্থা পর্যালোচনাসহ প্রশাসনকে সহায়তা করছেন তিনি।