

সম্প্রতি সময়ে অগ্নি দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটেছে। প্রায় সব জায়গাতেই অগ্নিনির্বাপক যন্ত্রের স্বল্পতা, অসচেতনার কারণে এসব দুর্ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে দেশের আবাসন খাতের শীর্ষ সংগঠনটি রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েসন অব বাংলাদেশ (রিহ্যাব) অগ্নিনির্বাপক যন্ত্র আমদানিতে কর অব্যাহতি চায়।
এনবিআর সূত্রে জানা যায়, আগামী জাতীয় বাজেটে এই সুবিধা পাওয়ার জন্য অর্থমন্ত্রী বরাবর রিহ্যাবের সভাপতি আলমগীর সামসুল আলামিন স্বাক্ষরিত একটি চিঠি ২৩ এপ্রিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর কাছে পাঠিয়েছে।
সূত্র জানায়, এনবিআরের কাছে পাঠানো চিঠিতে দেশের আবাসিক ভবন সুরক্ষার স্বার্থে এই কর অব্যাহতি চেয়েছে। এতে ১২ ধরনের অগ্নিনির্বাপক যন্ত্র আমদানিতে এই সুবিধা চায় সংগঠনটি। যেসব যন্ত্র আমদানিতে কর অব্যাহতি চেয়েছে তা হলো- ফায়ার হোস, ফায়ার এক্সিংউইসার, স্মোক ডিটেক্টর, ইমারজেন্সি অ্যান্ড এক্সিট সিগোজ ফায়ার ডোর, লাইফ জ্যাকেট, সেফটি হণর্স, ফায়ার ব্লাঙ্কেট, ফায়ার স্প্রিংকলার সিস্টেম, ফার্স্ট এইড কিটস, ফায়ার হায়ডার্নট, গান বুট ও গ্যাস ডিটেক্টর।