

অধ্যাপক মুনতাসীর মামুন। ফাইল ছবি।ঈশ্বরদীনিউজ টুয়েন্টিফোর সংগৃহীত
প্রবীণ ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসীর মামুনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (০৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক কাউন্সিলের সভাপতি ড. মনি লাল আইচ লিটু।
তিনি বলেন, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় অধ্যাপক মুনতাসীর মামুনকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি এখনও বিপদমুক্ত নন। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে।
মনি লাল আইচ আরও বলেন, অধ্যাপকের মা কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছিলেন। আমরা ধারণা করছি, তিনি তার মায়ের সংস্পর্শে আসায় সেখান থেকে কোভিড -১৯ এ আক্রান্ত হয়েছেন।
এর আগে রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক (বঙ্গবন্ধু চেয়ার) ড. মুনতাসীর মামুনকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
অধ্যাপক মুনতাসীর মামুন মুক্তিযুদ্ধের ওপর তার নানা গবেষণার জন্য সুপরিচিত। যুদ্ধাপরাধীদের বিচারের সময় রাজাকারদের বিরুদ্ধে স্বাক্ষ্য দিয়েছেন তিনি। একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি।
খবর কৃতজ্ঞতা: বাংলা ট্রিবিউন