

করোনায় আক্রান্ত আরও দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
ঢাকা মহাসগর পুলিশের জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বৃহস্পতিকার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) কর্মরত একজন এএসআই ও ট্রাফিক পুলিশের একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে। তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয়, পদ-পদবীর বিস্তারিত জেনে জানানো হবে।
ডিএমপির এক কর্মকর্তা জানান, করোনা আক্রান্ত হয়ে মৃত এএসআই আবদুল খালেক পিওএমে ও কনস্টেবল আশেক মাহমুদ ট্রাফিক পুলিশে কর্মরত ছিলেন।
এই দুজনের মৃত্যু নিয়ে পুলিশের তিন সদস্য মারা গেলেন।
গত মঙ্গলবার রাতে বাসায় কোয়ারেন্টিনে থাকাকালে ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়।