

ঈশ্বরদীনিউজ টুয়েন্টিফোর
সরকারি হিসেবমতে, বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৬০টি জেলাতেই করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া গেছে। প্রতিদিনই করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে শনিবার (২৫ এপ্রিল) নিয়মিত অনলাইন বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।
সেসময় তিনি জানান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ আর সাতক্ষীরা ছাড়া দেশের সব জেলাতেই করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এই জেলাগুলোতেই কেবল এখনও পর্যন্ত কোনও রোগীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
অবশ্য এই ঘোষণার কয়েকঘণ্টা পরই ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম সাংবাদিকদের জানান, এক নারীসহ দুইজন এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
রবিবার পর্যন্ত বাংলাদেশে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৫,৪১৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৫ জনে।
দেশে বর্তমান পরিস্থিতিতে এখন পর্যন্ত ৪৫টি জেলায় লকডাউন চলছে।
সবচেয়ে বেশি রোগী শনাক্ত নারায়ণগঞ্জে
রাজধানী ঢাকার পাশ্ববর্তী জেলা নারায়ণগঞ্জে এখন পর্যন্ত ৫৯৪ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এরমধ্যে গাজীপুরে ২৬১, কিশোরগঞ্জে ১৮১ ও নরসিংদীতে ১৪১ জন শনাক্ত হয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ২৭৬।
গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।
৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।