

ঈশ্বরদীতে ৩০ সংগ্রামী সদস্যকে ত্রাণ দিলো গ্রামীণ ব্যাংক। ছবি: সংগৃহিত
ঈশ্বরদীতে গ্রামীণ ব্যাংকের হতদরিদ্র ৩০ জন সংগ্রামী (ভিক্ষুক) সদস্যের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) গ্রামীণ ব্যাংক পাবনার ঈশ্বরদী শাখার উদ্যোগে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য খাদ্য সহায়তা হিসেবে ছিল ৩০ কেজি চাল, আট কেজি আলু, চার কেজি ডাল, চার কেজি পেঁয়াজ, দুই কেজি লবণ, দুই লিটার সয়াবিন তেল ও চারটি করে সাবান।
গ্রামীণ ব্যাংকের এসব খাদ্য সহায়তা পেয়ে হতদরিদ্র সদস্যের অনেকে খুশিতে কেঁদে ফেলেন। পিয়ারপুর গ্রামের সংগ্রামী সদস্য হোসনে আরা বলেন, ‘করোনার কারণে কয়েকদিন ধরে প্রায় অভুক্ত ছিলাম। এসব ত্রাণে বেশ কিছুদিন চলে যাবে।’
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার মো. আব্দুর রফিক, এরিয়া ম্যানেজার আবুল কাশেম, ঈশ্বরদী শাখার ব্যবস্থাপক রফিকুল হাসান, দ্বিতীয় অফিসার মো. জাকির হোসেন, শাখা প্রতিনিধি মো. হানেফ আলী, মো. শামসুল আলম প্রমুখ।