

সামাজিক দূরত্বের প্রতীকী ছবি।
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রত্যেককে বাড়ির অভ্যন্তরেও শারীরিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস)।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা ঝোড়া’র দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান, বিশেষ করে যারা বাড়ির বাইরে বিভিন্ন পরিষেবার কাজ করছেন।
বিবৃতিতে তিনি বলেন, স্বাস্থ্যকর্মী, জরুরি পরিষেবা প্রদানকারী, সাংবাদিকরা যারা ঘরের বাইরে কাজ করছেন তাদেরকে কঠোরভাবে পরিবারের অন্যদের থেকে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। কারণ তারা যে কেউ অসুস্থ হতে পারেন এমনকি করোনাভাইরাস দ্বারাও আক্রান্ত হতে পারেন।
বিবৃতিতে, যারা স্বাস্থ্য কর্তৃপক্ষকে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সহায়তা করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।