

ফাইল ছবি
করোনাভাইরাস বিস্তার রোধে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নগরীর সব শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
শুক্রবার (১০ এপ্রিল) সমিতির সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত একটি বিবৃতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে কাঁচাবাজার, ফার্মেসি ও মুদি দোকানগুলো এই সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে বলে জানানো হয়।
সমিতির সভাপতি তৌফিক এহসান নগরীর সমস্ত দোকান শপিং মল মালিকদের ২৫ এপ্রিল পর্যন্ত ব্যবসা বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন
একইসঙ্গে স্ব স্ব অঞ্চলে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এবং সবাইকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করেছে সরকার। সরকারের এই ঘোষণার সঙ্গে সমন্বয় করে দোকান মালিক সমিতির এই ঘোষণা এলো। করোনাভাইরাসের প্রার্দুভাবের প্রভাবে গত ২২ মার্চ থেকেই দেশের সব শপিং মল বন্ধ রয়েছে।