

মাথা ন্যাড়া করে দলবদ্ধ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন অনেকেই।
দেশে করোনাভাইরাস সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই একের পর এক ছড়াচ্ছে গুজব। কোথাও থানকুনি পাতা খাওয়া হচ্ছে, কোথাওবা তুলসি পাতা। তেমনই এক গুজবের ভিত্তিতে মাথা ন্যাড়া করা শুরু করেছেন অনেকেই।
গত কয়েকদিনে উপজেলার বিভিন্ন এলাকায় শত শত যুবক তাদের মাথার সব চুল ফেলে দিয়েছেন। দলবদ্ধ হয়ে আবার ন্যাড়া মাথার ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। তারা মনে করছেন, মাথা ন্যাড়া করলে হয়ত করোনাভাইরাস থেকে বাঁচা যাবে । তাদের এমন কাণ্ড অন্যদের মধ্যে কৌতুহলের সৃষ্টি করেছে।
জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ এড়াতে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে অনেকেই মাথা ন্যাড়া নিজের মতো বাড়িতে থাকছেন আর কেউবা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবি পোস্ট করছেন।
তারা বলেন, ‘‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এখন সবাইকে বাসা-বাড়িতে থাকতে হচ্ছে। কতদিন পরে পরিস্থিতি স্বাভাবিক হবে, স্বাভাবিক কর্মজীবনে ফেরা যাবে, তার কোনো নিশ্চয়তা নেই। এই সুযোগে মাথা ন্যাড়া করে নিচ্ছেন। এছাড়াও এই ভাইরাস থেকে মুক্তি পেতে আমরা মাথা ন্যাড়া করেছি।’’
অনেকে আবার বলছেন, ‘‘সরকারি নির্দেশনায় এখন অন্যান্য দোকানের মতো সেলুনগুলোও বন্ধ রয়েছে। এদিকে চুল বড় হচ্ছে। ফলে এই গরমে গিয়ে অস্বস্তি হচ্ছে। তাই বাড়িতে বসেই মাথা ন্যাড়া করে ফেলেছি।’’
এসব গুজব এড়িয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ।