

প্রতীকী ছবি।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। একই সময় করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছে।
আজ সোমবার রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) করোনাভাইরাস নিয়ে এক বৈঠক চলার সময় এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ), স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), সরকারি-বেসরকারি হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও চিকিৎসা কর্মকর্তাদের নিয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
এই নিয়ে গত ৮ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ১১৭ জনের করোনা শনাক্ত হলো। আর এই সময়ে মারা গেছে ১৩ জন।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছে ৯ জন। সুস্থ ৩৩ জন। ২৪ ঘণ্টায় ব্যবধানে শনাক্ত হওয়া ব্যক্তি ও মৃতের সংখ্যা বেড়ে গেল।