

শীতের বিদায় পর্ব শুরু হচ্ছে। ইতিমধ্যেইবেলা বাড়লেই রোদ অস্বস্তি দিতে শুরু করেছে।
বিদায় নিয়েছে মাঘ মাস, বিদায় নিয়েছে শীতকাল। এবার হাড় না কাঁপিয়েই বাংলাদেশ থেকে বিদায় নিল ঠাণ্ডা। জানুয়ারির অল্প কয়েকটা দিনই কেবল দেশের কিছু অংশে বিরাজ করছিল মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। এরপর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করে। তাই বলাই যায়, শীত বিদায় নিয়েছে।
এদিকে, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
ফাল্গুনে আগুনরঙা পলাশ। চাক্তাই সড়ক, খাগড়াছড়ি, ১৭ ফেব্রুয়ারি। ছবি: নীরব চৌধুরী
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, শেষরাতে সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ফাগুন দিনে ভালোবাসার বন্ধন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: দীপু মালাকার
জলবায়ু পরিবর্তনবিষয়ক বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশেও লেগেছে। এর প্রভাব আগামী গরমের অবস্থাও বদলে দিতে পারে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল মঙ্গলবার সূর্যোদয় ভোর ৬টা ৩০ মিনিটে।