সাক্ষ্য গ্রহণের জন্য দুই সাংবাদিককে দেওয়া দুদকের চিঠির প্রত্যাহারসহ চার দফা দাবিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সাংবাদিকরা। দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তাঁরা।
বুধবার (২৬ জুন) সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাধারণ সাংবাদিকরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ থেকে এই আলটিমেটাম ঘোষণা করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে সাংবাদিকদের পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য দাবিগুলো তুলে ধরে এ ঘোষণা দেন।
দাবিগুলো হলো−দুদক যে আপত্তিকর ভাষায় চিঠি দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, দুদকের দেওয়া চিঠি প্রত্যাহার করতে হবে, যিনি চিঠি ইস্যু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দুদক কার্যালয়ে সাংবাদিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে।
আবু জাফর সূর্য বলেন, ‘সত্য প্রকাশে কোনোভাবেই সাংবাদিকদের বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের কাজ আমাদের করতে দিতে হবে। আমাদের দাবিগুলো ২৪ ঘণ্টার ভেতরে বাস্তবায়ন করতে হবে দুদককে। না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দুদক কার্যালয়ের সামনে ফের সমবেত হবেন সাংবাদিকরা।’
সাক্ষ্য গ্রহণের জন্য দুই সাংবাদিককে দেওয়া দুদকের চিঠির প্রত্যাহারসহ চার দফা দাবিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করেছেন সাধারণ সাংবাদিকরা। দাবিগুলো বাস্তবায়নের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটামও দিয়েছেন তাঁরা।
আজ বুধবার সকালে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাধারণ সাংবাদিকরা এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন। সমাবেশ থেকে এই আলটিমেটাম ঘোষণা করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তৃতাকালে সাংবাদিকদের পক্ষ থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য দাবিগুলো তুলে ধরে এ ঘোষণা দেন।
দাবিগুলো হলো−দুদক যে আপত্তিকর ভাষায় চিঠি দিয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করতে হবে, দুদকের দেওয়া চিঠি প্রত্যাহার করতে হবে, যিনি চিঠি ইস্যু করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দুদক কার্যালয়ে সাংবাদিকদের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে।
আবু জাফর সূর্য বলেন, ‘সত্য প্রকাশে কোনোভাবেই সাংবাদিকদের বাধা সৃষ্টি করা যাবে না। আমাদের কাজ আমাদের করতে দিতে হবে। আমাদের দাবিগুলো ২৪ ঘণ্টার ভেতরে বাস্তবায়ন করতে হবে দুদককে। না হলে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দুদক কার্যালয়ের সামনে ফের সমবেত হবেন সাংবাদিকরা।’