টানা প্রায় আড়াই মাস স্বেচ্ছা অভুক্ত থাকার পর মারা গেছে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় থাকা সিংহ হীরা।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় চিড়িয়াখানার কর্মকর্তা গোলাম আজম এবং চিকিৎসক নাজমুল হুদা জানান, গত ৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সিংহটি।
নাজমুল হুদা জানান, “পেটে এসিড সংক্রান্ত রোগে ভুগছিল হীরা। অটোপসির পর তার পেটে চারটি ছিদ্র এবং পাথর পাওয়া গেছে।”
তিনি আরও বলেন, “সিংহটির মৃত্যুর আসল কারণ জানতে অটোপসি রিপোর্ট ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।”
চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত ২৬ এপ্রিল থেকে সিংহটি কিছুই খাচ্ছিল না। যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়।
প্রসঙ্গত, ২০১৫ সালের আগস্টে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে জন্ম নেয় হীরা। ২০১৮ সালের মে মাসে হীরাকে চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।