

পাবনার ম্যাপ
এলাকাবাসীর তথ্যে জানা যায়, শিশু তামিম প্রতিবেশী খেলার সাথীদের সাথে বাড়ির পাশের একটি খালে গোসল করতে নামে। সেখানে গোসল করতে গিয়ে খালের মধ্যে থাকা বেশি পানিতে চলে গিয়ে হঠাৎ ডুবে যায় সে। এ সময় তার খেলার সাথীরা তামিমের মাকে বিষয়টি খুলে বলে। তামিমের মা পানি থেকে তামিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করেছেন বিলচলন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী।