

পাবনার ম্যাপ
পাবনা সাঁথিয়া উপজেলায় ময়না খাতুন (৩০) নামের এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। বুধবার (০৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে সাঁথিয়া পৌরসভার কালাইচারা গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার সকালে সাঁথিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে।
মৃত ময়না খাতুন উপজেলার করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের চাঁদু মোল্লার স্ত্রী। চাঁদু মোল্লা বছর ছয়েক আগে কালাইচারা তার শ্বশুর বাড়ি এলাকায় বিলের ধারে নতুন বাড়ি করে পরিবার নিয়ে বসবাস করছেন।
পরিবার ও থানা সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুরে চাঁদু মোল্লা তার স্ত্রী ও মেয়ে মায়াকে বাড়িতে রেখে কালাইচারা বাজারে বাঙ্গী বিক্রি করতে যায়। দুইটার দিকে ময়না খাতুন তার মেয়েকে একই গ্রামে মামা বাড়ির ফ্রিজ থেকে মাছ আনতে পাঠায়। কিছুক্ষণ পর মেয়েটি মাছ নিয়ে নিজ বাড়িতে ফিরে তার মাকে ঘরের আড়ার সাথে ওড়না গলায় পেঁচিয়ে ঝুলতে দেখে। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ময়না খাতুনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
এ ব্যপারে সাঁথিয়া থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে। লাশটি ময়না তদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মূল কারণ জানা যাবে। অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।