

পাবনা জেলায় আত্মসমর্পণকারী প্রাক্তন এক চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
পাবনা জেলায় আত্মসমর্পণকারী প্রাক্তন ৯৯ জন চরমপন্থীর মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পুলিশ লাইনস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই আর্থিক অনুদান তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও পাবনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, জেলা প্রশাসক কবীর মাহমুদ, রাজশাহী বিভাগে এনএসআই যুগ্ম পরিচালক মোহাম্মদ জহীর উদ্দিন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ৯ এপ্রিল পাবনার শহীদ অ্যাডভোকেট আমিনুদ্দিন স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তারা।
সেদিন পাবনাসহ পাশ্ববর্তী ১৩ জেলার ৫৬৭ জন চরমপন্থী আত্মসমর্পন করেন। স্বাভাবিক জীবনে ফিরে আসা ও পুনর্বাসনের জন্য আত্মসমর্পনকারীদের মধ্যে পাবনা জেলার ৯৯ জন চরমপন্থীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান করা হয়।