

অভিযানে ১,৭২৭ বোতল অবৈধ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করা হয়।
পাবনা সদর উপজেলার ইসলামপুর গ্রামে অবস্থিত ইমপেল ল্যাবরেটরিতে অবৈধ হ্যান্ড স্যানিটাইজার কারখানার সন্ধান মিলেছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে এসব তথ্য নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে র্যাব-১২ সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১,৭২৭ বোতল অবৈধ হ্যান্ড স্যানিটাইজার ধ্বংস করে। র্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আমিনুল কবীর তরফদার অভিযানে নেতৃত্ব দেন।
পরে র্যাবের ভ্রাম্যমান টিমের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান অবৈধ ও অনুমোদনহীনভাবে হ্যান্ড স্যানিটাইজার উৎপাদন করে বাজারজাত করার দায়ে কারখানার মালিক রফিকুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করেন।