

পাবনা শহর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
পাবনা শহর থেকে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় দুইজনকে আটক এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
শুক্রবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আমিনুল কবীর তরফদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুইজন হলেন- রংপুরের কোতোয়ালি থানার দহিগঞ্জের মৃত তমসের আলীর ছেলে আতিক হাসান (২৩) ও কুড়িগ্রামের ফুলবাড়ি থানার শিমুলবাড়িয়া গ্রামের খাজা মিয়ার ছেলে হাসানুর রহমান মুকুল (৩২)।
র্যাব-১২, সিপিসি-২’এর তথ্য অনুযায়ী, গোপন সংবাদে জানা যায়, ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদকের একটি চালান পাবনা প্রবেশ করছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুক্রবার রাতে চেকপোস্ট স্থাপন করেন। এ সময় একটি পিকআপ ভ্যান সিগন্যাল অমান্য করে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা গাড়িটির গতিরোধ করে দুজনকে আটক করেন। পরে গাড়ি তল্লাশি চালিয়ে ৪৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক দুইজন ও উদ্ধারকৃত গাঁজা পাবনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। পাবনা সদর থানা পুলিশ ওই ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।