

গত জানুয়ারি মাসের শেষের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। যেখানে একজন যুবকের উপর সন্ত্রাসী হামলার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়।
ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে পাবনা সদর থানার পরিদর্শক (তদন্ত) খাইরুল ইসলাম ও একজন কনস্টেবলকে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।
ঘটনার সূত্রপাত- গত ১৭ জানুয়ারি পাবনার গাছপাড়া বাজারে। ঘটনাটির সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ২০ জানুয়ারি।
সন্ত্রাসী হামলার ঘটনায় আহত যুবকের নাম আব্দুল আলীম (৩৫)। সে পাবনা পৌর এলাকার নুরপুর মহল্লার মৃত আয়নুল হকের ছেলে।
আহত আব্দুল আলীম জানান, মালিগাছা ইউনিয়নের একটি ধর্ষণ মামলার তদন্তের বিষয়ে কথা বলতে গত ১৭ জানুয়ারি সন্ধ্যায় তাকে মুঠোফোনে গাছপাড়া ডেকে নেন পাবনা সদর থানার ওসি তদন্ত খাইরুল ইসলাম।
এ সময় সেখানে আগে থেকেই অবস্থান করছিলো একদল সশস্ত্র সন্ত্রাসী। কিছুক্ষণ কথপোকথনের পরেই ঐ ধর্ষণ মামলার আসামীরা সন্ত্রাসী বাহিনী নিয়ে আলীমের ওপর অতর্কিতে হামলা চালায়।
আলীম জানান, পুলিশের সামনেই সন্ত্রাসীরা লোহার রড, হকি স্টিক দিয়ে তাকে পেটাতে শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে ঘটনাস্থলের পার্শ্ববর্তী একটি দোকানের ভিডিও ফুটেজে মারপিটের সময় পুলিশের ওসি তদন্ত খাইরুল ইসলাম ও একজন কনস্টেবলকে দ্রুত বের হয়ে চলে যেতে দেখা যায়।
এ ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ‘ধর্ষকদের সাথে পুলিশ কর্মকর্তার সখ্যতা!’ শিরোনামে যমুনা টেলিভিশন তাদের পর্যালোচনা মূলক অনুষ্ঠান ক্রাইম সিনে প্রচার করে।