

সৌদি আরবের একটি মসজিদে আজান দেওয়া হচ্ছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংকটের মধ্যে সৌদি আরবের মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। এর ফলে আসন্ন রমজানে দেশটিতে মসজিদে তারাবির নামাজও আদায় হচ্ছে না বলে জানা গেছে।
সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ বলেন, করোনাভাইরাস মহামারি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মুসল্লিদের বাসায় নামাজ আদায় করে হবে।
আবদুল লতিফ আল শেখ আরও বলেন, মসজিদে তারাবির নামাজ আদায়ে নিষেধাজ্ঞার চেয়ে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের নিষেধাজ্ঞা অনেক গুরুত্বপূর্ণ। মসজিদ কিংবা বাসা যেখানেই আদায় করি না কেন আমরা সর্বশক্তিমান আল্লাহর কাছে তা কবুল করে নেওয়ার জন্য দোয়া করবো। আর এটা মানুষের স্বাস্থ্যের জন্যও ভালো হবে বলে আমরা মনে করি। সারা বিশ্বে যে মহামারি আঘাত হেনেছে তা থেকে মানব সভ্যতাকে রক্ষার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবো।”
জানাজার নামাজের বিষয়ে মন্ত্রী বলেন, জানাজার নামাজে পাঁচ থেকে ছয়জন অংশ নেওয়া যাবে। এমনকি এ নামাজ বাসা থেকেও আদায় করা যাবে।