

চট্টগ্রামে হটলাইনে ফোন করলেই বাড়িতে বাজার পৌঁছে দিচ্ছে পুলিশ।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবার নিজ নিজ বাসায় অবস্থান নিশ্চিত করতে ভিন্নধর্মী এক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। বিশেষ হটলাইনে ফোন করলেই মহানগর এলাকায় নিত্যপ্রয়োজনীয় বাজার পৌঁছে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
শনিবার (২৮ মার্চ) থেকে বন্দর নগরে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার মাহবুবুর রহমান।
মানুষকে ঘরে রাখতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে সিএমপির উপকমিশনার (উত্তর) বিজয় বসাক জানান, হটলাইন ০১৪০০ ৪০০৪০০ নম্বরে ফোন দিলে পুলিশ সদস্যরা বাড়িতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পৌঁছে দেবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সিএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোহসিন বিষয়টি নিয়ে শহরে ঘোষণা দিচ্ছেন।
ওসি বলেন, “অনুগ্রহ করে বাসায় থাকুন। আপনাদের দরজায় বাজার পৌঁছে যাবে। বাজার করতে আপনাদের বাইরে আসা লাগবে না। বাসায় থাকুন, নিরাপদে থাকুন।”