

ছবি: প্রতীকী
ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে চোলাই মদসহ লাড্ডান (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) রাতে উপজেলা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লাড্ডান উপজেলার পশ্চিম টেংরি দরিনারিচা এলাকার মৃত সিদ্দিকের ছেলে।
ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদে রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি লাড্ডানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
তিনি বলেন, গ্রেপ্তার লাড্ডান দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে মাদকসেবীদের কাছে তাদের চাহিদা অনুযায়ী সরবরাহ করে আসছিল।
এ ব্যাপারে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।