

ইয়াবাসহ আটককৃত মাদক কারবারি।
ঈশ্বরদী উপজেলায় ৭৭৫ পিস ইয়াবাসহ জমির উদ্দিন মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে র্যাব।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
গ্রেফতারকৃত জমির উদ্দিন মিয়া লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের দুড়াকুটি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে।
র্যাব-১২ এর পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল উপজেলার আরামবাড়ীয়া বাজারে অভিযান চালায়। এ সময় ইয়াবাসহ ওই বৃদ্ধকে আটক করা হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আটক জমির উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।