

পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ। ফাইল ছবি
মুম্বায়ে চিকিৎসাধীন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য শামসুর রহমান শরীফ ডিলু এমপির শারীরিক অবস্থায় আগের চেয়ে অনেকটা ভালো।
পরিবার সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক মাশ ধরে অসুস্থ ছিলেন ডিলু এমপি। শারীরিক অবস্থা কিছুটা অবনতি হলে গেল ৯ অক্টোবর লন্ডন যায় তিনি। সেখানে চিকিৎসা শেষে তিনি ঢাকায় ফিরে আসেন। আবারও শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। ওই খানে চিকিৎসাধীন অবস্থায়চিকিৎসকের পরামর্শ মেনে ভারতের মুম্বায়ে যায়। তাঁর সঙ্গে ছেলে সাকিবুর রহমান শরীফ কনক এবং উপজেলা যুবলীগের সহসভাপতি বুলবুল হোসেন আছেন।
এ তথ্য নিশ্চিত করে এমপির ছেলে সাকিবুর রহমান শরীফ কনক জানান, তিনি ক্রমশ: সুস্থ হয়ে উঠছেন। আগের চেয়ে তাঁর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প দিনের মধ্যেই দেশে ফিরে আসার সম্ভাবনার কথা তিনি জানিয়েছে।