

ঈশ্বরদীতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
ঈশ্বরদীতে মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে শীতার্ত গরিব-দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ব্যাংকের সামনে প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপক (এভিপি) খায়রুল আলম, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু ও সাংবাদিক সেলিম সরদার।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, গরিব ও দুঃস্থদের মধ্যে পাঁচ শত পিস কম্বল বিতরণ করা হয়।
ব্যাংকের ব্যবস্থাপক (এভিপি) খায়রুল আলম বলেন, মার্কেন্টাইল ব্যাংক ব্যাংকিংয়ের পাশাপাশি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শীতার্ত গরীব-দুঃস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে গত ৩০ ডিসেম্বর ব্যাংকের ২০তম এবং ঈশ্বরদী শাখার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা এবং গ্রাহক সচেতনতা কর্মসূচি পালিত হয়েছে।