

ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ কেক কেট কাটছেন।
ঈশ্বরদীতে কেক কাটার মাধ্যমে দৈনিক ইত্তেফাকের ৬৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইত্তেফাকের ঈশ্বরদী সংবাদদাতা ও প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডুর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান এতে প্রধান অতিথি ছিলেন। তিনি বলেন, গণ মানুষের পত্রিকা দৈনিক ইত্তেফাক আগামীতেও দেশের মানুষের মানুষের জন্যেই সাংবাদিকতা করে যাবে।
তিনি আরও বলেন, ইত্তেফাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। সঠিক পথের নির্দেশনা দিয়ে থাকে।
এছাড়াও ইত্তেফাকের প্রতিষ্ঠাতা মানিক মিয়ার দেশ প্রেমের ভূয়শী প্রশংসা করে বলেন, মানিক মিয়া ছিলেন আদর্শ । তাকে অনুসরণের মাধ্যমে সাংবাদিকতা করলে দেশ উপকৃত হবে।
এসময় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শহিদুল হক শাহিন, দাশুড়িয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেনসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ, স্থানীয় গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।