

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করছেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান।
ঈশ্বরদী উপজেলা কিন্ডারগার্টেনএসোসিয়েশনের দুইদিন ব্যাপী বৃত্তি পরীক্ষা (২১ ও ২২ ডিসেম্বর) সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।
এসোসিয়েশনের অধীনে ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির মোট ২৯৫ জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
এতে পরীক্ষা নিয়ন্ত্রক হাবিবুর রহমান, অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য মুকিম, গোপাল অধিকারী ও আজাদ পরীক্ষার দায়িত্ব পালন করেন।
এদিকে ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী ও মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
এ বিষয়ে সভাপতি লুৎফর রহমান বলেন, শিশুদের মেধা বিকাশের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়ে থাকে। বৃত্তি প্রদানের কারণে শিশুদের মধ্যে পড়াশুনার প্রতিযোগিতা চলে আসছে। কাজেই নিয়মিত এ পরীক্ষার আয়োজন করলে শিক্ষার্থীরা উপকৃত হবে।