

নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া স্মরণে কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে র্যালী।
ঈশ্বরদী পৌরসভার পক্ষ থেকে ষান্মাসিক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেন্ডার অ্যাকশন প্লানের আওতায় নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়া স্মরণে কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায় র্যালীটি পৌরসভা চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সম্মেলন কক্ষে আলোচনা সভা করে।
পৌরসভার কাউন্সিলর ফিরোজা বেগম সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। তাঁর বক্তব্যে তিনি বলেন, সমাজের অবহেলিত,শোসিত ও নিপীড়িত নারী সমাজের উন্নয়নে সকলে কাজ করতে হবে। নারী সমাজ এখন পুরুষের পাশাপাশি এদেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। তাই সকলকে সচেতন হয়ে এদেশে পুরুষের সাথে সাথে নারী সমাজকে আরো এগিয়ে নিতে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র শিমুল আক্তার, কাউন্সিলর ইউসুফ আলী প্রধান, আমিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, রহিমা খাতুন, আবুল হাসেম ও মনিরুল ইসলাম সাবু প্রমূখ।