

আন্দোলনরতদের সঙ্গে কথা বলেছেন পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান। বুধবার, ১১ ডিসেম্বর তোলা ছবি।
ঈশ্বরদীতে পশ্চিম রেল বিভাগের জায়গা ছেড়ে দেওয়ার জন্য পাকশীর আড়াই হাজার অবৈধ দখলকারীকে প্রথমে পনের দিন সময় দিলেও পরে তা বাড়িয়ে দেড় মাস করে নোটিশ দিয়েছেন রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয়।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় পশ্চিম রেলের নির্বাহী হাকিম ও পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি দেওয়া হয়।
খবরের সত্যতা নিশ্চিত করে মো. নুরুজ্জামান বলেন, প্রয়োজনে আরও সময় বৃদ্ধি হতেও পারে, তবে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বার্থে এই জায়গা সবাইকে খালি করে দিতেই হবে। কারণ এখানে বিদ্যুত প্রকল্পের নিরাপত্তা বাহিনীর ফোর্স বেইস নির্মাণ করা হবে।
রেল কর্তৃপক্ষ বলছে, গেল ২৬ নভেম্বর প্রথমে দখলদারদের পনের দিনের মধ্যে দখল ছাড়ার নোটিশ দেন। বুধবার ছিল নোটিশের শেষ দিন।
এদিকে অবৈধভাবে বসবাস কারী পরিবারের সদস্যরা পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।
ওই দিন বুধবার সকালে উপজেলার পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) কার্যালয় মাঠে এসব কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিক্ষোভ মিছিল বের করে রাস্তায় নেমে আসেন কয়েক হাজার নারী-পুরুষ ও শিক্ষার্থীরা। পরে তাঁরা পাকশী রেল বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় অবরোধ করে রাখেন। তখন ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান সমাবেশস্থলে এসে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বৃদ্ধি করার ঘোষণা দিলে আন্দোলনের ইতি টানে বিক্ষুব্ধ জনতা।