

ছুরিকাঘাতে আহত মামুন কবির।
ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় মামুন কবির (৩১) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত মামুন উপজেলার সাঁড়াগোপালপুর এলাকার মোঃ রেজাউল কবিরের ছেলে। তিনি রেলের পাকশী বিভাগীয় প্রকৌশলী (ডিএন-১) কার্যালয়ের কর্মচারী।
পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে বাড়ি যাওয়ার পথে পাকশী রিসোর্টের সামনে ওত পেতে থাকা ৫-৬ জন দুর্বৃত্ত মামুনের পথরোধ করে। এরপর তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাকশী রেলওয়ে হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান চিকিৎসক।
এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেন বলেন, ‘আহত মামুনকে রাত সাড়ে ৮টার দিকে এখানে নিয়ে আসার সময় তাঁর জ্ঞান ছিল না। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁর জ্ঞান ফিরে আসে। কিন্তু আঘাতের স্থান দিয়ে প্রচুর রক্ষক্ষরণ হওয়ায় আমরা তাঁকে রামেক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেই।’
পাকশী ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে ফোর্স পাঠাই এবং একজন পুলিশ সদস্যকে সঙ্গে দিয়ে আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’