

ফিরোজ কবির। ছবি: সংগৃহীত
ঈশ্বরদীতে নতুন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ফিরোজ কবির।
বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি পাবনা থেকে ঈশ্বরদী অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে এসে পৌঁছান।
এর আগে, ফিরোজ কবির পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার কার্যালয়ে আসার পর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকীসহ উপজেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গেল ২০ নভেম্বর তৎকালীন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: জহুরুল হককে ঢাকার হেড কোয়ার্টারে বদলি করা হয় । তিনি ২০১৬ সালের ২৫ ডিসেম্বর ঈশ্বরদীতে যোগদান করছিলেন।