

ঈশ্বরদীতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা।
ঈশ্বরদীতে ৪৯তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার ও বাংলাদেশ শিক্ষক সমিতি ঈশ্বরদী শাখার সভাপতি জমসেদ আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন ।