

খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
ঈশ্বরদীতে সোনালী অতীত ক্লাবের উদ্দ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সাঁড়া মাড়োয়ারী স্কুল এ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় সোনালী অতীত ক্লাব ও গৌরীপুর সোনালী অতীত একাদশ অংশগ্রহণ করে। এতে ১-১ গোলে ম্যাচটি ড্র হয়।
এর আগে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব রায়হান উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন ও খেলার উদ্বোধন করেন।
খেলা শেষে উভয়দলের খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেন পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু।
পুরস্কার বিতরন অনুষ্ঠানে বক্তব্য দেন, ঈশ্বরদী ব্রার্দাস ইউনিয়ন ক্লাবের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা হবিবুর রহমান হবি, সাপ্তাহিক ঈশ্বরদীর সম্পাদক সেলিম সরদার, কাউন্সিলর মনিরুল ইসলাস সাবু ও মাদক বিরোধী সংগঠন মানাবের সভাপতি মাসুম পারভেজ কল্লোল প্রমুখ।