

মাতৃছায়া কিন্ডারগার্টেনে ফ্রি পরিচর্যা ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠান।
ঈশ্বরদী শহরের মধ্য অরণকোলা (আলহাজ্ব ক্যাম্প-ইস্তা) রোডে অবস্থিত শিশু শিক্ষা প্রতিষ্ঠান মাতৃছায়া কিন্ডারগার্টেন এর প্লে শ্রেণীর শিক্ষার্থীদের ফ্রি পরিচর্যা ক্লাসের শুভ উদ্বোধন করা হয়েছে।শনিবার (৯ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর ইউসুফ আলী প্রধান, সমাজসেবক জুলহাস উদ্দিন ও রেজাউল ইসলাম।
মাতৃছায়া কিন্ডারগার্টেনের পরিচালক শেখ মহসীনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ গোপাল অধিকারী, ঈশ্বরদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা ফারহানা আফরোজসহ এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে নতুন ফ্রি পরিচর্যা ক্লাসে প্রায় অর্ধশতাধিক শিক্ষাথী অংশ নেয়।
পরিচালক শেখ মহসীন আমন্ত্রিত অতিথি, অভিভাবক ও এলাকাবাসীদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ৯ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরিচর্যা ক্লাস চলবে। সেই সঙ্গে প্লে থেকে দ্বিতীয় শ্রেণী পযন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে।